Subscribe our Channel

১৫ রানে অলআউট, টি-টোয়েন্টিতে সর্বনিম্ন সংগ্রহের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: অ্যালেক্স হেলস, রাইলি রুশো, ড্যানিয়েল স্যামসের মতো বিশ্বখ্যাত টি-টোয়েন্টি ব্যাটারদের নিয়ে গড়া দল সিডনি থান্ডার পড়লো ইতিহাসের সবচেয়ে বড় লজ্জায়। মাত্র ১৫ রানেই অলআউট হয়ে গেলো অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগের দলটি। সিডনিতে আজ (শুক্রবার) বিগব্যাশের পঞ্চম ম্যাচে ঘটেছে এই ঘটনা। সিডনি থান্ডারকে মাত্র ৩৫ বলে ১৫ রানে অলআউট করে দিয়ে ১২৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডটি ছিল ২১ রানের। ২০১৯ সালে চেক রিপাবলিকের বিপক্ষে তুরস্ক এই লজ্জায় পড়েছিল। সিডনি থান্ডার তাদের সেই লজ্জা নিজেদের কাঁধে নিয়ে নিলো।সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল অ্যাডিলেইড। ক্রিস লিন ২৭ বলে ৩৬ আর কলিন ডি গ্র্যান্ডহোম ২৪ বলে খেলেন ৩৩ রানের ইনিংস।

ফজলহক ফারুকি ২০ রানে নেন ৩টি উইকেট। জবাবে মাত্র ৫.৫ ওভারেই ১৫ রানে গুটিয়ে যায় সিডনি থান্ডার। দলের কোনো ব্যাটারই দুই অংকে পৌঁছতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি ৪ রানের, সেটাও দশ নম্বর ব্যাটার ব্রেন্ডন ডগেটের।অ্যাডিলেইডের ডানহাতি পেসার হেনরি থর্নটন ২.৫ ওভারে মাত্র ৩ রান দিয়ে নেন ৫টি উইকেট। আরেক ডানহাতি পেসার ওয়েস অ্যাগার ২ ওভারে ৬ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *