
নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফরিদপুর ইউনিট।শুক্রবার (৪ নভেম্বর)বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্এজ নিউজ এক্সপ্রেসকে তথ্য জানান আইনজীবী মো.কামরুল ইসলাম সজল।সভায় প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুঁইয়া, সাধারণ সম্পাদক গাজী মো.কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ ।