Subscribe our Channel

বরিশাল সমাবেশস্থলে নেতাকর্মীরা কম্বল নিয়ে ঘুমাচ্ছে

আসাদুজ্জামান মিরাজ , উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী) : বরিশালে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। সব হোটেল-মোটেল আগে থেকেই বুকিং হওয়ায় অনেকেই মাঠে রাত কাটাচ্ছেন। কাঁথা, কম্বল ও মাদুর নিয়ে মাঠেই বিছিয়েছেন বিছানা।শুক্রবার (৪ নভেম্বর) রাতে বরিশালের সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে দেখা যায়, সাধারণ মানুষ একত্রিত হয়ে মাধুর বিছিয়ে ও কম্বল গায়ে জড়িয়ে রাত্রি যাপন করছেন।বরগুনা জেলার আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর আলম মূর্ধা পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে বলেন, আমরা প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে মাঠের দক্ষিণ প্রান্তে জায়গা নিয়েছি। গত দুদিন ধরে এখানেই রাত কাটাচ্ছি। কালকের প্রোগ্রাম সফল করতে আমরা অনেক আগেই বরিশালে এসেছি ।

বরগুনা থেকে আসা মনিরুল ইসলাম নামে বিএনপির এক কর্মী বলেন, আমাদের পথে পথে বাধা দেওয়া হয়েছে, তারপরও আমাদের আটকাতে পারেনি। শনিবারের প্রোগ্রাম সফল করেই আমরা এখান থেকে ফিরবো।আলমাস নামে ভোলা থেকে আসা এক যুবদলকর্মী বলেন, আমরা প্রায় পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে মাঠের উত্তর পাশে অবস্থান নিয়েছি। সবাই এখানে তাঁবু করে ও কম্বল গায়ে জড়িয়ে ঘুমাচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য দেশ নেত্রীর মুক্তি চাই।শুক্রবার সন্ধ্যা থেকেই বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে ভিড় করতে থাকেন। এছাড়া কেন্দ্রীয় নেতাদের অনেকেই এরই মধ্যে বরিশালে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *