
মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার সাবের আলম,সহ-মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল সরকার,সহ-মৎস অফিসার আব্দুল জলিলসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক(অব.) আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন,সাংবাদিক আশরাফুল আলম, বিজয় রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সংবিধানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সভাপতি ছাড়াও কর্মকর্তারা ও প্রেসক্লাব সভাপতি বক্তব্য দেন। প্রসঙ্গত, ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং একই সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কার্যকর।