
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামির রৌফাবাদ এলাকায় ইমতিয়াজুল হক হত্যা মামলার ১০ বছর পর আসামি মো. কালুকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।কালু বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ কলোনির শমসের আলীর ছেলে।রোববার (৩০ অক্টোবর) দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. নাঈম হোসেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি কালু আদালতে উপস্থিত ছিলেন।
পরে তাকে কারাগারে পাঠানো হয়।আদালত সূত্রে জানা গেছে— ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ এলাকার সমাজ সেবা রোডে ইমতিয়াজুল হক ওরফে পনিকে ছুরিকাঘাত করে হত্যা করে কালু। এ ঘটনায় নিহতের মা সালমা বেগম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন।২০১৩ সালের ২৮ মার্চ পুলিশ কালুকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৪ সালের ২৬ জানুয়ারি ওই মামলায় অভিযোগ গঠন করে আদালত। বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ৩০ অক্টোবর রায় দেন আদালত।