
নিজস্ব প্রতিবেদক : দেশের জুমআ এবং ওয়াক্তিয়া মসজিদ গুলোর মাইকে মহামারি কোভিড-১৯ এর দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধকল্পে সকলকেই জনসচেতনতার জন্য যথাযথ ভাবে ভূমিকা পালন করার জন্য খতিব এবং ইমামদের প্রতি আহ্বান জানালেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
এই মহামারি করোনার প্রতিরোধে গতকাল ৫ অক্টোবর সকালে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের একটি সভাকক্ষে বেশ কয়েক জন আলেমের সাথে একটি বৈঠকে এই আহ্বানটি জানালেন ।
* মুখে মাস্ক পরা।
* কিছুক্ষণ পরপর হাত ধোয়া।
* নাক, মুখ ও চোখ অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ না করা এবং
* সব কাজে সামাজিক দূরত্ব বজায় রাখা।