Subscribe our Channel

ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় ফের একজনকে গ্রেফতার

প্রতীকী ছবি

উপজেলা প্রতিনিধি-সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালককে কুপিয়ে ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।শনিবার (৮ অক্টোবর) উপজেলার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো।গ্রেফতার সোহবান মিয়া পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দক্ষিণপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তাকে আদালতে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোনালিসা সনির আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান মিয়া।জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা প্রাইভেটকার যোগে ঢাকা থেকে কর্মস্থলে ফিরছিলেন।

শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে তার কর্মস্থলে যাওয়া পথে মেঘনা টোল প্লাজা এলাকায় টোল দেওয়ার জন্য গাড়ি থামান। এসময় তার আগে ৬-৭টি গাড়ি টোল দেওয়ার লাইনে ছিল। এরপর ওসিকে বহনকারী প্রাইভেটকার চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন ডাকাতরা।পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা খুলে ওসি আলমগীরকে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করেন।

এসময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের ৪টি মোবাইলফোন সেট ছিনিয়ে নেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যান। এ ঘটনায় গত শনিবার রাতে ওসি আলমগীর হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলা দায়েরের পর গত মঙ্গলবার ভোর রাতে ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে ও আজ সকালে আরেকজনকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হাইওয়ে ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় সোহবান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোবহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে আরও দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *