Subscribe our Channel

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় দিন দুপুরে ১০০ সিসির কালো রংয়ের বাজাজ কোম্পানীর একটি প্লাটিনা মটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৪সেপ্টম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে মটরসাইকেল চুরির এ ঘটনা ঘটে। ওই মটর সাইকেলের মালিক সিংড়া কাশফুল উলুম নেছারীয়া মাদ্রাসার শিক্ষা সচীব মুফতি জাকারিয়া মাসুদ। তার গ্রামের বাড়ি উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের মাঁধা বাঁশবাড়িয়া গ্রামে। এঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী জাকারিয়া মাসুদ জানায়, রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমের সামনে আমার মটরসাইকেলটি রেখে হলরুমে একটি অনুষ্ঠানে অংশ নেই। দুপুর ১ টায় অনুষ্ঠান শেষে এসে দেখি মটর সাইকেল নাই। পরে অনেক খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ করি।
আমি আমার মটরসাইকেলটি উদ্ধার চাই। সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে চুরি হওয়া মটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *