Subscribe our Channel

সরকার বিরোধী আন্দোলনে বিএনপিপন্থী আমলাদের ঐক্যবদ্ধ করতে কাজ করছেন সাইফুল
মারুফ সরকার,ঢাকা: বিএনপিপন্থী সাবেক ও বর্তমান আমলাদের একত্রিত করে সরকার বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম। তিনি ইতিপূর্বে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে উত্তরা ষড়যন্ত্রেরও অন্যতম নায়ক ছিলেন। সেই সময়েও আমলাদের সংগঠিত করে সরকার বিরোধী আন্দোলন করতে চেয়েছিলেন। গোয়েন্দা তথ্যে জানা যায়, আগষ্ট মাসের ১ম সপ্তাহে ও জুলাই মাসের শেষ সপ্তাহে বিএনপীপন্থী কিছু আমলা নিয়ে তিনি নিকেতনে তার ব্যবসায়িক অফিসে দুইটি সভাও করেছেন। সাইফুল ইসলামের সাথে বিএনপি’র কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খোকন, রিজভী ইসলাম, আমান উল্ল্যাহ আমান ও আব্দুস সালাম এর সাথে বেশ সখ্যতা রয়েছে। তবে তাঁর বাড়ী নরসিংদী হওয়ায় খাইরুল কবির খোকনের সাথে সখ্যতা বেশি। মূলত তার মাধ্যমেই তিনি এই বিষয়ে দায়িত্ব প্রাপ্ত হন । বিএনপি ঘরনার একনিষ্ঠ লোক হলেও আওয়ামীলীগ সরকারের সময়ে পদোন্নতিসহ বেশ কয়েকটি ভালো পদে কাজ করেছেন এই সাইফুল। স্যাটেলাইট এর মতো গুরুত্বপূর্ণ কোম্পানীতেও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন সাইফুল। তিনি স্যাটেলাইট এর ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন ঐ কোম্পানীতে যাদের চাকুরী ও প্রেষণে পদায়ন করেছেন এরা সকলে বিএনপীপন্থী। এরমধ্যে বিএনপির সময়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের ভাগিনা জিএম পদে ও ঝালকাঠি বিএনপির সভাপতির ছেলে বখতিয়ার কে প্রকল্প পরিচালক হিসাবে চাকুরী দেয়। তখন দূর্নীতির জন্য সাইফুল স্যাটেলাইট থেকে বরখান্ত হলেও এখনো স্যাটেলাইট কোম্পানীর সকল কেনাকাটায় তার একছত্র প্রভাব রয়েছে। স্যাটেলাইটে নিয়োগপ্রাপ্ত প্রায় সব কর্মকর্তাই এখনো সাইফুলের নির্দেশনা পালন করেন।
সাইফুল বর্তমানে সচিবালয়ে বিভিন্ন কাজের নামে ঢুকে বিএনপিপন্থী আমলাদেরকে একত্রিত করার কাজ করে যাচ্ছেন। এছাড়াও চায়না ও কোরিয়া এম্বাসীর সাথেও তার সখ্যতা রয়েছে বলে সে দাবি করে। সাবেক সিনিয়র সচিব ও বর্তমানে একটি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যানের সাথেও তার বিশেষ যোগাযোগ রয়েছে। সেই সুবাদে ঐ চেয়ারম্যানের মাধ্যমে ঐ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা প্রধানের সাথে তার হৃদ্যতার সম্পর্ক রয়েছে। সচিবালয়ে প্রবেশর তার স্থায়ী পাশ থাকায় সচিবালয়ের ভিতরে গিয়েও বিএনপিপন্থী আমলাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে, বিএনপিপন্থী আমলা যারা সরকারী উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত তাদেরকে ধীরগতিতে কাজ করার জন্য বলছেন। সাইফুল বিএনপির সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক ছিলেন। তিনি বর্তমানে বিএনপিপন্থী অফিসার্স এসোসিয়েশনের কার্যকরী সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *