
আবু তারেক বাঁধন, নিজস্ব প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হৃদ রোগে আক্রান্ত হয়ে মোফাজ্জল ইসলাম (২৫) নামে এক ছাত্রলীগ নেতা মৃত্যু হয়েছে। মৃত মোফাজ্জল ইসলাম পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা চাঁপাঢাল এলাকার আব্দুল মাজেদের এক মাত্র পুত্র। বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিক ইসলাম শোক প্রকাশ করে বলেন মোফাজ্জল ইসলাম দিবাগত রাত তিনটার দিকে নিজ বাসভবনে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, মোফাজ্জল ইউনিয়ন ছাত্রলীগের এক জন স্বয়ংক্রিয় কর্মী ও ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
তার অকাল মৃত্যুতে বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগ গভীর ভাবে শোকাহত। ছাত্রলীগ নেতা মোফাজ্জল ইসলামের মৃত্যুতে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদীন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ শোক প্রকাশ করেছেন।’