Subscribe our Channel

রাণীশংকৈলে ৮ং নন্দুয়ার ইউপি`তে নৌকার বিরুদ্ধে মত বিনিময় নৌকার প্রার্থী বলছে এটা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র

ঠাকুরগাঁও প্রতিনিধি : শেষ ধাপে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে যাচ্ছে। আসন্ন ইউপি নির্বাচনে ৮নং নন্দুয়ার, ৫নং বাচোর, ৩ নং হোসেনগাঁও ইউনিয়নসহ ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। ৮নং নন্দুয়ারে চেয়ারম্যান পদে আব্দুল বারি নৌকার টিকিট পেয়েছে। তার প্রতিদ্বন্দ্বী আ’লীগের প্রার্থী সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান বাকি, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ ইউপি সভাপতি আবু সুলতান, ইউপি সাধারণ সম্পাদক আলামা ইকবাল, ওয়ার্ড সভাপতি সাবেক ইউপি সদস্য ডিগেন্দ্র নাথ রায়।

তারা গত সোমবার বিকেল সাড়ে ৫ টায় কুমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি ওয়াডের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে। এসময় চেয়ারম্যান পদ প্রার্থী আবু সুলতান, আলামা ইকবাল, ডিগেন্দ্র নৌকার মাঝির বিরুদ্ধে বক্তব্যে বলেন, নৌকার মাঝি আব্দুল বারি ভোট পাবেনা। তারা বলেন টাকার বিনিময় তাকে নৌকার টিকিট দেওয়া হয়েছে। ইকবাল বলেন আব্দুল বারী উপজেলা আ’ লীগ সভাপতি সইদুল হকের উকিল জামাই । স্বজনপ্রীতি ও আত্নীয় করণ করে তাকে নৌকার টিকিট দেওয়া হয়েছে। তিনি বলেন আমরা ইউনিয়নে বাসকরি। কাকে নৌকার টিকিট দিলে চেয়ারম্যান নির্বাচিত হতে পারবে আমরা জানি। আব্দুল বারি পরপর ২ বার পরাজিত হয়েছে।

বি এনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আ’লীগের লোকজন সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছে এবং নির্যাতিত হয়েছে। ওই এলাকার মানুষ আব্দুল বারিকে ভোট দিবেনা। এবারেও এই ইউনিয়নে নৌকার পরাজয়ের আশংকা রয়েছে। এ বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল বারী সাথে কথা হলে তিনি বলেন গত নির্বাচনে আমাকে আওয়ামী লীগের দলীয় নমিনেশন দেয় দল টি কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সুলতান নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছিল এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নৌকার বিরুদ্ধে নির্বাচন করে আমাকে হারিয়ে দিয়েছে। তবে এবার ইউনিয়নের মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে ইউনিয়নের সকল ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ ।

এবং মাঠ পর্যায়ে আপনারা দেখুন আমার ভোট আছে কিনা তারা আমার সম্পর্কে যা বলেছে তা সবকিছুই বানাউট এবং ভোটারদের কাছে নৌকাকে হেও প্রতিপন্ন এবং আমাকে হেও প্রতিপন্ন করার জন্য তারা এই পায়তারা করছে নিজেরা দলীয় প্রতিক না পাওয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *