
আবু তারেক বাঁধন, (ঠাকুরগাঁও) নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ ও নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এইচ.এস.সি ব্যাচের উদ্যোগে গত রবিবার স্বশরীরে বানভাসীদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে। কুড়িগ্রামের জেলার উলিপুর কদালকাটি,পাচঁপীর সহ
বেশ কিছু এলাকার ২শত ২০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২০২২ সালের এইচ.এস.সি ব্যাচের উদ্যোগে বানভাসীদের খাদ্র সামগ্রী ছিল শুকনো খাবার মুড়ি,গুর,চিড়া ,বিস্কুট, সাবান,খাবার স্যালাইন,ও মিনারেল ওয়াটার সহ অন্যান্য সামগ্রী।
বিতরণ সময় এইচ.এস.সি ব্যাচের রনি,অনিক,সাজিব,রাকিব,আতিক উপস্থিত ছিলেন । উদ্যোগতারা বলেন,বানভাসীদের মাঝে এই সহায়তা চলমান থাকবে।