Subscribe our Channel

লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ দুর্ঘটনায় আহত

 স্টাফ রিপোর্টার:

 

দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক, দেশ রূপান্তরের যশোর প্রতিনিধি ও প্রেস ক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য সিকদার খালিদ (৪৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে শহরতলীর বিরামপুরে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন।

 

 

শিকদার খালিদ জানিয়েছেন, পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি পড়ে গিয়ে আহত হন। তাকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিকদার খালিদের বাম পা ও মাথায় মারাত্মক আঘাত লেগেছে।

 

 

তার বাম পায়ের উরুর হাড় ভেঙে গেছে এবং মাথার পেছনে মারাত্মক ক্ষত হয়েছে। রাতেই ল্যাবস্ক্যান হসপিটালে তার সিটি স্ক্যান ও এক্স-রে করা হয়েছে। খালিদ জানান, তিনি রাত সাড়ে ৮টার দিকে বিরামপুরে বন্ধুর বাড়ি দাওয়াতে যাচ্ছিলেন।

 

 

পথে অজ্ঞাত ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে ইজিবাইকে করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পৌঁছে দেয় এবং প্রেস ক্লাবের সেক্রেটারি এসএম তৌহিদুর রহমানসহ কয়েকজনকে খবর দেয়।

 

 

 

খবর পেয়ে যশোরের সাংবাদিকবৃন্দ হাসপাতালে যান। এ সময় লোকসমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালে আসেন এবং চিকিৎসার ব্যাপারে যাবতীয় কার্যক্রম গ্রহণ করেন। তিনি খালিদের জন্য এ নেগেটিভ রক্ত সংগ্রহ এবং সিটি স্ক্যান ও এক্স-রের ব্যবস্থার করেন।

 

 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সেক্রেটারি এসএম তৌহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, সময় টিভির যশোর প্রতিনিধি জুয়েল মৃধা, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, চিফ সাব এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইন, তহীদ মনি, বিএম আসাদসহ সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, পৌরসভার প্যানেল মেয়র মোকছিমুল বারী অপু, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা।

 

 

পরে রাতে লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত খালিদের সাথে যোগাযোগ করে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *