
নাজমুল হোসেন, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসন আয়োজনে১৪ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে নয় টায় করোনার কারণে দুই বছর পরে ১৪২৯ বাংলা নববর্ষ কে বরণ করতে এক মঙ্গল শোভাযাত্রার বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী টি উপজেলা চত্বর থেকে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়।অপরদিকে বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে বন্দর প্রগতি ক্লাব চত্বর থেকে একটি র্যালী বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।পরে স্বল্প পরিসরে রাণীশংকৈল ডিগ্রি কলেজের শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতানা জুলকার নাইন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না,আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,সহকারী ভুমি কমিশনার ইন্দ্রজিৎ সাহা, ওসি তদন্ত আব্দুল লতিফ যেখ,সাবেক অধ্যক্ষ ও বৈশাখ উদযাপন পরিষদের

সভাপতি তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক আবু শাহানশাহ ইকবাল, অধ্যক্ষ মহাদেব বসাক,পৌর মহিলা কাউন্সিলর হালিমা আক্তার ডলি, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার , প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক,প্রধান শিক্ষক কুসমত আলী,সহ বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রছাত্রী`রা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আলমগীর হোসেন।আলোচনা সভা শেষে বৈশাখীর গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না বলেন,বিগত কয়েক বছর থেকে বিভিন্ন সমস্যার কারণে যে রাণীশংকৈলের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করা হয় না সেটি আমরা আগামী ঈদুল ফিতরের পরেই আয়োজন করবো এবং উপজেলা বাসীর প্রাণের দাবি বৈশাখী মেলাকে আবার আমরা আগের মতো ফিরয়ে দিতে চাই।