Subscribe our Channel

পীরগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ পারভেজ হাসান :

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। রোববার আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টা, মরিচ সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ো বাতাসে ও শিলাবৃষ্টিতে মানুষের ঘরের ছাউনি বাতাসে উড়ে গেছে।

 

 

অনেকের ঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে। বুধবার ১৩ এপ্রিল বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়ঃ পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামের তোফাজ্জল হোসেন ও তার ছেলে সোহরাব হোসেনের প্রায় ১৪ বিঘা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোঃ তোফাজ্জল হোসেন জানান, কয়েকদিন পরই মরিচ তোলার কথা ছিলো।

 

 

 

 

কিন্তু শিলা বৃষ্টিতে দুই বিঘা জমির মরিচ ঝরে পড়েছে তার। প্রতিবছর মরিচ বিক্রি করেই তিনি সংসারের সিংহভাগ খরচ বহন করে থাকেন। মোঃ সোহরাব হোসেন জানানঃ ভুট্টার মাঠ বিধ্বস্ত হয়ে গেছে। ভূট্টার মোচাগুলো পাথরের আঘাতে ভেঙ্গে পড়েছে। গাছগুলো ভেঙ্গে শুয়ে গেছে। আমি ৭ বিঘা জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছি প্রায় তিন লাখ টাকা।

 

 

 

 

বাগান ব্যবসায়ী সাইফুল রহমান বাদশা জানানঃ সাড়ে তিনশ গাছের আমের গুটি ও পাতা ঝরে গেছে। আমি একদম পথে বসে গেলাম। এর আগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। সে ধকল সামলাতে না সামলাতেই আবারও শিলাবৃষ্টি আমার সবকিছু সর্বস্বান্ত করে দিয়েছে।

 

 

গাছে যেসব আমের গুটি আছে তা দিয়ে আর কোন স্বপ্ন দেখতে চাইনা। পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এবারের শিলাবৃষ্টিতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে।

 

 

 

বিশেষ করে মরিচ, ভুট্টা, আম লিচুর গুটি সহ আরও অন্যান্য ফসলেও ক্ষতি হতে পারে। তবে কত হেক্টর জমিতে কি কি ফসলের ক্ষতি হয়েছে তা জানতে মাঠে কাজ করছি আমরা। পরবর্তীতে এর সঠিক হিসেব জানাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *