Subscribe our Channel

বলতে কি পারবেন পাগলের রক্ষাকারী কে!

সম্পাদকীয় : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলকাতে বেড়াতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়ে ছিলাম আজ । কেন জানি মাথার উপরে সূর্য আমার সাথে খুব খারাপ আচরণ করছিলো । প্রচন্ড রোদ্রের তাপটি কেন জানি আর সহ্য করতে পারছিলাম না । একটু ছায়ার আশাতে এক জায়গায় লুকোতে গিয়ে দেখি, কিরে বাবা এ দেখছি আমার চাইতেও বেশি আরাম প্রিয় মানুষ ।মানে কি বলবো আর এই মহামারি করোনাতে মানুষ প্রচন্ড গরমে মনে হয় প্রায় ১০ থেকে ১৫ কেজি ওজনের কাপড় জুতা এবং হেলমেট পরেই খাবার খাচ্ছে ।এটা কি ভাবে সম্ভব , মনকে শান্তনা দিয়ে বলতে লাগলাম-  সকলই সম্ভব ।

এক মাএ মহান সৃষ্ট্রিকর্তা ভালো জানেন এই প্রতিবন্ধী পাগলটি কি ভাবে চলবে এবং তার আহার নিদ্রা সকল কিছুর দ্বায়িত্বই তিনি নিয়েছে । শুধু এই পাগল থেকেই শেষ নয় ১৮ হাজার মাখলুকাতের খবর তিনি জানেন এবং সকলের ভালো মন্দের খবরও তিনি রাখেন । আজ এই দৃশ্যটি আমার মনে হয় সকলের মনে স্থান পাবে এবং কাউকে অবহেলা থেকে বিরত থাকবেন । আসুন আমরা ১৮ হাজার মাখলুকাতের জন্য দোয়া করি মহান সৃষ্ট্রিকর্তা যেন আমাদের সকলকেই সুস্থ রাখেন এবং হেফাজত করেন । আমিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *