
আন্তর্জাতিক ডেক্স : বিশ্বের মহামারি করোনাতে গত কয়েক দিন আগে লকডাউন তুলে নিয়েছিল ইউরোপ। কবল শুধু তাদের গতি ফেরাতে শুরু করলে এমন সময় অঞ্চলটিতে ফের বাড়তে শুরু করেছে মহামারি করোনা সংক্রমণটি। এতে করে মহামারি এই দ্বিতীয় ধাক্কাটি মোকাবিলাতে খুব তাড়াতাড়ি বিধিনিষেধ গুলো ফিরিয়ে আনতে শুরু করেছে ইউরোপীয়ান দেশগুলো।
দেশটির মধ্যে সবচেয়ে বেশি ভুগেছে স্পেন। দেশটির রাজধানী মাদ্রিদ এবার আগামী সোমবার থেকে ফের লকডাউনে যাচ্ছেন।সেখানে ৬ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়, মারা যায় প্রায় ৩০ হাজারেরও বেশি। মাদ্রিদে আক্রান্তের হার গোটা দেশে গড় আক্রান্তের হারের তুলানাতে প্রায় দ্বিগুণ।
দেশটির মাদ্রিদের গভর্নর চিফ ইসাবেল ডায়াজ আয়ুসো জানালেন, এই স্থানে ৩৭টি এলাকা আছে যাতে করে সংক্রমণের হার অনেকটা বেশি।
ছুটির দিনে বিনোদনকেন্দ্র এবং পাবগুলো বন্ধ রাখা হচ্ছে। আমস্টারডাম-রটারডামসহ নেদারল্যান্ডসের অন্তত ছয়টি শহর ও অঞ্চলে বিধিনিষেধ জোরালো করা হয়েছে। গ্রিসের বৃহত্তর এথেন্স অঞ্চলেও ফিরে আসছে কড়া নিষেধাজ্ঞা।
সূত্র: বিবিসি