Subscribe our Channel

ফুলবাড়ীতে পুলিশিং ডে পালিত

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর) :

 

মুজিববর্ষের পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

গতকাল শনিবার বেলা ১২টায় ফুলবাড়ী থানা চত্ত্বরে দিবটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার এর সঞ্চালনায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

 

 

 

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন, অতিরিক্ত পুলিশ সুপার, অপরাধ অ্যাপস, দিনাজপুর মোঃ মমিনুল করিম, উপজিলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মোঃ আসাদজ্জামান, উপজিলা সহকারী কমিশার ভূমী শামীমা আক্তার জাহান, উপজিলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী কমিউনিটির পুলিশিং কমিটির সদস্য সচিব ও পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধরী প্রমুখ ।

 

 

 

 

আলোচনায় বক্তারা পুলিশের সাথে সাধারণ মানুষের মধ্যে সু-সম্পর্কের প্রতি গুরুত্ব আরোপ করেন।

 

 

 

 

মাদক, বাল্যবিবাহ নিয়ন্ত্রনে পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে কমিউনিটি পুলিশিং কমিটি ও বিট পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে মতামত প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *