Subscribe our Channel

ঠাকুরগাঁও জেলারর রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 

নিজস্ব প্রতিনিধি:

 

 

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাণীশংকৈল থানা প্রাংঙ্গনে এসে শেষ হয়।

 

 

 

 

 

 

এরপর থানা চত্বরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল এবং মিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি  আহমেদ হোসেন বিপ্লব । ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অধ্যক্ষ সইদুল হক,সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, রাণীশংকৈল পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, রাণীশংকৈল প্রেসক্লাব ও রাণীশংকৈল রিপোর্টাস ইউনিটির সাংবাদিক বৃন্দসহ অন্যরা।

 

 

 

 

 

সভায় মাদকমুক্ত, বাল্যবিবাহ, ইভটিজিং,বীটপুলিশিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে কমিটিউনিটি পুলিশিংয়ের ভূমিকার কথা তুলে ধরা হয়।

 

 

 

 

 

পুলিশিং কমিউনিটি ডে এর প্রধান সমন্বয়ক ও সভার সভপতি রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে বলেন, “আপনারা সকলে আমাকে সহযোগিতা করলে এক মাসের মধ্যে রাণীশংকৈল থানা পরিবর্তন হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *