Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে নির্মিত হচ্ছে ৪৮ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা বিশিষ্ট স্টিল খাদ্যশস্য সাইলো

 

নিজস্ব প্রতিনিধি:

 

 

মহাদেবপুরে নির্মিত হচ্ছে ৪৮ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা বিশিষ্ট স্টিল খাদ্যশস্য সাইলো। এজন্য ইতিমধ্যেই উপজেলার ভীমপুর ইউনিয়নের ভীমপুর মৌজায় ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর দুপুরে সে জমি খাদ্য বিভাগের কাছে বুঝে দেয়া হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির জানান, সাইলোটি নির্মাণের জন্য মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ফয়েজ উদ্দিন কোল্ড ষ্টোরেজের পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ১০ কোটি ৫৭ লাখ টাকা।

 

 

 

 

নওগাঁ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট সুমন জিহাদী প্রকল্প এলাকায় উপস্থিত হয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের কাছে সে জমি বুঝে দেন। এসময় রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি, এম, ফারুক হোসেন পাটওয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক, মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান, মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

 

 

 

 

আধুনিক খাদ্যশস্য সাইলো নির্মাণ প্রকল্পের আওতায় খাদ্য বিভাগের প্রকৌশল বিভাগ সাইলোটি নির্মাণ করবে। প্রাথমিক পর্যায়ে শুরু হবে ভূমি উন্নয়নের কাজ। অন্যান্য সাইলো কংক্রিট দিয়ে নির্মিত হলেও এই সাইলোটি নির্মাণ করা হবে সম্পূর্ণ স্টিল দিয়ে। খাদ্য বিভাগ এজন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেবে।

 

 

 

 

এখান থেকে ২০ কিলোমিটার দূরে বগুড়ার শান্তাহারে মান্ধাতা আমলে নির্মিত অপর একটি খাদ্যশস্য সাইলো রয়েছে। ভীমপুরে সাইলোটি নির্মিত হলে উত্তরাঞ্চলের শস্যভান্ডার খ্যাত নওগাঁর ১১ উপজেলা ও এর আশেপাশের উপজেলা গুলোতে উৎপন্ন উদ্বৃত্ত খাদ্যশস্য সরকারি ভাবে সংগ্রহ করা সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *