Subscribe our Channel

হরিপুরে রাস্তায় হাটু পানি মেরামতে বাধা একই গ্রামের কয়েকটি পরিবার অবরুদ্ধ

 হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁ ইউনিয়নের লখড়া গ্রামের চলাচলের অযোগ্য রাস্তা থাকায় প্রায় বেশ কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। নিজ প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তাটি মেরামত করতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি মেরামত না করতে পারাই চলাচলের জন্য অযোগ্য হয়ে পরাই পরিবারগুলো দীর্ঘদিন থেকে রাস্তাটিতে চলাচলে বিড়ম্বনায় পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চলাচলের জন্য একটি মাটির রাস্তা। রাস্তাটির পাশেই একটি টিনশেড ঘর নির্মাণ করে রাস্তাটি চলাচলের জন্য অযোগ্য করে দেওয়া হয়েছে। রাস্তার দু-পাশে নিজের জমি দাবী করে আড়াআড়িভাবে টিনের বেড়া দেওয়া হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে হাঁটু পানি।

 

 

 

 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন থেকে এ গ্রামের পরিবারের লোকজন রাস্তাটি দিয়ে চলাচল করত। প্রতিবেশী নিজেকে জমির মালিক দাবি করে রাস্তাটির এক পাশে একটি টিনশেডের ঘর নির্মাণ করেন, এছাড়াও শুরু এই রাস্তার দু’পাশে টিনের বেড়া থাকায় মাঠ থেকে ধান, গম, ভুট্টা সহ প্রয়োজনীয় কৃষি পন্য গ্রামে নিয়ে যেতে পারছেন না গ্রামের কৃষকরা। বিকল্প কোনো রাস্তা না থাকায় গ্রামে অবস্থিত পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন।

 

 

 

অবরুদ্ধ পরিবারের সদস্য আঃ রহিম, জি এম’সহ কয়েকজন ব্যক্তি বলেন, আমাদের গ্রামের পরিবার গুলোর সব মানুষ প্রায় শান্তিপ্রিয় মানুষ। অনেক দিন ধরেই ওই রাস্তাটি দিয়ে পরিবারের মানুষগুলো চলাচল করছে। হঠাৎ করে একই গ্রামের দুই ব্যক্তি নিজের জমি দাবি করে রাস্তাটির দুপাশ দখল করে রেখেছেন।

 

 

 

রাস্তাটির চওড়া কমিয়ে পাশেই ঘর নির্মাণ ও রাস্তার দু’পাশে টিনের বেড়া দিয়েছেন। দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে কৃষি পন্যবাহী গাড়ী চলাচল নিয়ে আমরা বেকায়দার মধ্যে রয়েছি।

 

 

 

এ নিয়ে এলাকায় সালিস বৈঠক হলেও তারা মানছে না। এ বিষয়ে অনেকের কাছে গিয়েও কোথাও কোনো প্রতিকার পাচ্ছি না। আমরা হরিপুর উপজেলার ২নং আমগাঁ ইউনিয়নের লখড়া গ্রাম বাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *