
জয়ন্ত চন্দ্র রায়, বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। রবিবার (২৮আগস্ট) দুপুরের গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্দ্যোগে এই চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।
সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দাপাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার বিপুল রেমা, কোইকা জি এন বি সি এইচ ডবিøউ এর প্রকল্প ব্যবস্থাপক রেমন কুইয়া, সিনিয়র অফিসার (এডমিন) লরেন্স ঢালী, সিনিয়র অফিসার (প্রোগ্রাম) জনি বৈরাগী, ইন্টান প্রোগ্রাম আশিকুর রহমান, বোচাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চন্দ্র প্রমুখ।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃপক্ষের নিকট ১০ লিটারের অক্সিজেন কনসেনট্রেটর ১ টি, পান্স অক্সিমিটার ৩ টি, মাস্ক ৬ বক্স, হ্যান্ড স্যানিটাইজার ২০ পিস, হ্যান্ড গেøাবস ১০ বক্স, ফেইসশিল্ড ৩০ পিস, নাস্ালক্যানুলা ৩০ পিস, গামবুটস্ ৫ পিস, ইস্টেন ফেন ২ টি, প্লাস্টিক চেয়ার ৫ টি হস্তান্তর করাহয়।