
জয়ন্ত চন্দ্র রায়, বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে ৬৫ জন দরিদ্র নারীর মাঝে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির উদ্দ্যোগে ৬৫ জন দরিদ্র নারীদের মাঝে ৮ টি করে ৫২০ টি হাঁস বিতরণ করা হয়েছে।
গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির সিনিয়র অফিসার (প্রোগ্রাম) জনি বৈরাগীর সঞ্চলনায় ও বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার বিপুল রেমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল দীপশিখার প্রকল্প ম্যানেজার সেপাল চন্দ্র দেবশর্মা, কো-অপারেটিভ সভাপতি সাবিনা ইয়াসমিন প্রমুখ।
উল্লেখ যে, একই সময়ে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির সহযোগীতায় বিধবা,বয়স্ক,প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।