
আলমডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার করোনা আক্রান্ত রোগীদের পাশে হ্যালো অক্সিজেন নামক একটি সংগঠন। করোনা বিপর্যয়ে যখন অক্সিজেন সংকটে হাহাকার পুরো দেশ তখনই আলমডাঙ্গায় একদল তরুণ যুবকের মহতি উদ্যোগ বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন সেবা। পজিটিভ আলমডাঙ্গা নামক ফেইসবুক গ্রুপের তত্বাবধানে উপজেলা ব্যাপী এ কার্যক্রম শুরু হয় গত মাসের ৬ ই জুলাই থেকে।করোনা রোগীদের স্বস্তি দিতে হ্যালো অক্সিজেন এর হট লাইনে ফোন আসার সাথেসাথে স্বেচ্ছাসেবক রা ছুটছেন উপজেলার বিভিন্ন প্রান্তে। রোগীর বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের পাশাপাশি রোগীকে হাসপাতালে নেওয়ার ব্যাবস্থাও করছেন তারা।
\ইতিমধ্যে হ্যালো অক্সিজেনের কাছ থেকে সেবা অনেক রোগী সুস্থ্য হয়েছেন। পজিটিভ আলমডাঙ্গা গ্রুপের এডমিন ও হ্যালো অক্সিজেন সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক সাজিদ হাসান আলিফ জানান, আমরা গত জুলাইয়ের ৪ তারিখে সিদ্ধান্ত নিয়ে ৫ তারিখে আলমডাঙ্গার বিভিন্ন ফেইসবুক গ্রুপে অক্সিজেন এর প্রয়োজনীয়তা এবং সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করি।মুহুর্তেই আলমডাঙ্গার মানুষের কাছে ব্যাপক সাড়া পাই।আমরা ৬ জুলাই ২ টি অক্সিজেন সিলিন্ডার ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করি। পরদিন ৭ জুলাই আলমডাঙ্গার সামাজিক ব্যাক্তিত্ব মাহমুদুল কাউনাইন ১ টি সিলিন্ডার দান করে এবং তার বন্ধু মহল ৮ টি সিলিন্ডার প্রদান করেন,মোহনা বন্ধু সমিতি ৫ টি,চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ৫ টি সিলিন্ডার ও নগদ ১০ হাজার টাকা,বন্ধু ফোরাম-৯৪ ২ টি,একটু হাসি একটু হেল্প ১ টি,প্রবাসী নাহিদ ১টি,কলেজ পড়ুয়া রিতু ১ টি ও ডাঃ লিয়াকত আলী ১ টি সিলিন্ডার দান করেন। এছাড়াও আলমডাঙ্গা বিভিন্ন সামাজিক সংগঠন আমাদের স্বেচ্ছাসেবক দের সুরক্ষার কথা বিবেচনা করে সুরক্ষা সামগ্রী প্রদান করেন এবং আমাদের কাজগুলো সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
সংগঠন টির সমন্বয়ক নাজমুস সাকিব জোয়ার্দ্দার বলেন, এ পর্যন্ত আমরা ৮১ টি রোগীকে অক্সিজেন সাপোর্ট দিতে সক্ষম হয়েছি।ইতিমধ্যে আমাদের সেবা নেওয়া অনেকেই আমাদের চেষ্ঠাকে ব্যার্থ করে ইন্তেকাল করেছেন। আমাদের স্বেচ্ছাসেবক রা দিন রাত ২৪ ঘন্টা উপজেলার বিভিন্ন প্রান্তে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। সংগঠন টির আরেক জন সমন্বয়ক মারশাদ শিবলী জানান,আমাদের আলমডাঙ্গার সকল মানুষের সহায়তা নিয়ে মানুষের কল্যানে কাজ করবে হ্যালো অক্সিজেন ও পজিটিভ আলমডাঙ্গা ফেইসবুক গ্রুপ। যারা আমাদের হ্যালো অক্সিজেন পরিচালনা করার জন্য পিছন থেকে সার্বিক সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা আলমডাঙ্গা বাসী চির কৃতজ্ঞ। হ্যালো অক্সিজেন কার্যক্রমের পরিচালনার বিষয়ে সার্বিক ভাবে খোঁজখবর রাখছেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এ্যাডঃ খন্দকার সালমুন আহমেদ ডন। তিনি বলেন ,করোনা মহামারী তে করোনা রোগীর সেবায় নিয়োজিত হ্যালো অক্সিজেনের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। তারা নিজেদের জীবন বাজি রেখে যেভাবে করোনা রোগীর সেবায় কাজ করছে তা অতুলনীয়।
হ্যালো অক্সিজেন থেকে সেবা নেওয়া ডালিম নামের এক রোগী জানান, ২২ জুলাই করোনা আক্রান্ত হলে হাসপাতালে কয়েকদিন ভর্তি থেকে বাড়িতে পাঠিয়ে দেই ২৫ শে জুলাই। ২৯ শে জুলাই রাতে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট দেখা দেই হ্যালো অক্সিজেন এর হট লাইনে ফোন করে দ্রুতই তারা অক্সিজেন পৌঁছে দেই।
সকালে হাসপাতালে গিয়ে আবারও ভর্তি হই। হ্যালো অক্সিজেন এর সদস্য আবির আনাম জানান, আমাদের স্বেচ্ছাসেবক রা পরিশ্রম করে যাচ্ছে মনবতার কল্যাণে। জীবনের ঝুঁকি থাকলেও আমরা এই কঠিন কাজকে উপভোগ করছি। এসময় তিনি হ্যালো অক্সিজেন এর সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।
স্বেচ্ছাসেবক মুসাব তৌহিদ জানান,আমরা সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি করোনা আক্রান্ত রোগীদের পাশে থাকার জন্য। আমরা উপজেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিয়ে অক্সিজেন দেওয়ার পাশাপাশি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছি। খুব কাছ থেকেই করোনার ভয়াবহতা দেখছি এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি।
হ্যালো অক্সিজেন এর সাথে সম্মুখসারিতে থেকে কাজ করে যাচ্ছেন মুসাব তৌহিদ,আজমল হোসেন বাবু,এসকে শাকিল,ইয়াসির আরাফাত, স্বজন আহমেদ, রোহান,মনিরুল ইসলাম, রনি শর্মা সহ অনেকেই।