Subscribe our Channel

২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল

কাউসার কবির সৌরভ, নিজস্ব  প্রতিনিধিঃ

 

২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,বাংলাদেশ ছাত্রলীগ সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

 

 

১৭ আগস্ট মঙ্গলবার রাত ৮ টার দিকে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়কের বেলায়েত মসজিদ পর্যন্ত এবং জিয়াউর রহমান সড়কে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে থেকে পীরগঞ্জ পৌরশহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি প্রদক্ষিণ করে মিছিলটি আবারো পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় সমাপ্তি হয়। উক্ত মিছিলে আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের দেড় শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

 

 

 

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা ১৭ আগস্ট ৬৩টি জেলায় বোমা হামলায় জড়িত ব্যক্তিদের ও জঙ্গিবাদে মদদদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

 

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল হক বিপ্লব বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। শুধুমাত্র নিজেদের ক্ষমতা জানান দেওয়ার জন্য ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার তিন শতাধিক স্থানে ৫০০ টি হাতে তৈরী বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।

 

 

 

তিনি আরো বলেন, ধিক্কার জানাই সেই জেএমবির মদদদাতা তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতি। বর্তমানে জঙ্গি দমনে কঠোর ভূমিকা পালন করছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী হাসিনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *