
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
মাটির তলায় লুকিয়ে থাকা প্রাচীন সভ্যতা বের হয়ে আসলো এমন ঘটনা ঘটেছে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মতিজাপুর গ্রামের পাশ ঘেঁষে যাওয়া তুলাই নদীর ধারে।
জানা যায় আজ ইট ভাটার মাটি নেওয়ার জন্য ট্রাক্টর আসলে মাটি তুলতে থাকে এক পর্যায়ে প্রাচীন গাথুনির ইট কোদাল/বেলচায় লেগে যায় তাৎক্ষণিক বিষয়টি সকলের কর্ণগোচরে এতে করে এলাকাবাসী এসে গভীর ভাবে মাটি খুড়ে এ সভ্যতার পরিচয় মিলে।

গ্রামের প্রাচীন এক বৃদ্ধের কাছে এবিষয়ে জানতে চাইলে বলেন- কোন জমিদারের মন্দির ছিল মনে হয়। তা না হলে ঘর কেমন করে বের হবে? প্রাচীন আমলে কি ছিল তা আমরা বলতে পারিনা।
প্রাচীন ইতিহাস খুঁজলেই হয়তো বা এ সভ্যতার বিষয়ে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে যা আমাদের অজানা!!!