Subscribe our Channel

পঞ্চগড়ে সার কীটনাশকের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স :
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে পঞ্চগড় সদর উপজেলায় সার ও কীটনাশকের তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কামাতকাজল দিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে এ অভিযান চালানো হয়।নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন।
ইউএনও আরিফ হোসেন জানান, মূল্য তালিকা না টাঙিয়ে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি, এমওপি ও ইউরিয়া সার বিক্রি করার দায়ে টুনিরহাট বাজারের মামা ট্রেডার্সকে ১০ হাজার, বিসমিল্লাহ্‌ ট্রেডার্সকে ২০ হাজার ও ইত্যাদি ট্রেডার্সকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *