
মোঃ শফিকুল ইসলাম দুলাল :
ইজিবাইকে জরুরী কাজে যাচ্ছিলেন এক নারী যাত্রী। পথিমধ্যে ফাঁকা রাস্তা দেখে ইজিবাইকচালক সেই নারী যাত্রীকে কু-প্রস্তাব দেওয়া শুরু করে। এক পর্যায়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করলে সেই নারী যাত্রী ইজিবাইক থেকে নেমে দৌড়ে পার্শ্ববর্তী বাড়ীতে ঢুকে লোকজনকে বিষয়টি জানান।
ঘটনা শুনে স্থানীয়রা সেই ইজিবাইক চালককে আটক করে ইউএনও’কে বিষয়টি অবগত করেন। পরে ইউএনও থানায় ফোন দিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন মনোরঞ্জন গ্রামে। দন্ডপ্রাপ্ত ইজিবাইক চালক (অটোচালক) মোঃ রেজাউল করিম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাহাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, গত ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এক নারী যাত্রী ইজিবাইকে আটোয়ারী যাওয়ার পথে রুহিয়া থানাধীন মনোরঞ্জন গ্রামের ইটভাটা সংলগ্ন ফাঁকা রাস্তায় একা পেয়ে ওই নারী যাত্রীকে কূ-প্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে সেই নারীর শ্লীলতাহানির চেষ্টা করলে ইজিবাইক থেকে নেমে দৌড়ে পাশের বাসায় গিয়ে পরিবারের লোকদের বিষয়টি খুলে বলে। এসময় সেখানে উপস্থিত থাকা এক ইউপি সদস্য ও স্থানীয়রা সেই ইজিবাইক চালককে আটক করে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারকে এ ঘটনা জানালে তিনি ঘটনাস্থলে রুহিয়া থানা পুলিশকে পাঠান।
পুলিশ গিয়ে ভূক্তভোগি নারী ও স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত অটোচালককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ভ্রাম্যমাণ আদালতে অটোচালক তার দোষ স্বীকার করলে আদালতের বিচারক ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।