
নাজমুল হোসেন নিজস্ব প্রতিনিধি :
রাণীশংকৈলে হিন্দু মহাজোট, পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে( ১৩ আগস্ট) শুক্রবার সকালে ২ঘন্টা ব্যাপী হিন্দু মহাজোটের হিন্দু যুব মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট, হিন্দু সেচ্ছাসেবক মহাজোট ও পূজা উদযাপন পরিষদ সহ যৌথভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন হিন্দু নেতারা ।
বিক্ষোভ সমাবেশে খুলনার রূপসায়, শিয়ালি গ্রামের হিন্দুপাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন এলাকায়, মৌলভীবাজার কুলাউড়া আদিবাসী সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা লুটপাট ভাঙচুর এর প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারী বক্তারা বলেন এসব হামলার সুষ্ঠু ভাবে বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের আহ্বায়ক দিগেন্দ্রনাথ রায়, যুগ্ন আহ্বায়ক নির্মল রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, আনিল বসাক প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, টমূল্য রায়, প্রদীপ রায় সহ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু মহাজোটের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতা – কর্মী উপস্থিত ছিলেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।