Subscribe our Channel

আটোয়ারীতে বিআরডিবি’র প্রনোদনা ঋণ বিতরণ

মোঃ ইউসুফ আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ কোভিড-১৯ সংক্রমনে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি’র প্রনোদনা ঋণ বিতরণ কার্যক্রম পঞ্চগড়ের আটোয়ারীতে শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলা বিআরডিবি কার্যালয়ে বিআরডিবি পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ শামসুর রহমান উপস্থিত থেকে প্রনোদনা ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে কোভিড-১৯ সংক্রমনে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তা মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের সুজন চন্দ্র বর্মন কে একলক্ষ টাকা এবং মির্জাপুর গ্রামের টুনকু মোহাম্মদকে একলক্ষ টাকা প্রনোদনা ঋণ বিতরণ করা হয়। উপ-পরিচালক শামসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন করতে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তদের মাঝে নামমাত্র সুদে এ ঋণ বিতরণ করা হচ্ছে। আজ দু’জনের মাঝে দুই লক্ষ টাকার ঋণ বিতরণ করা হলো। পরে ক্রমান্বয়ে আরো প্রনোদনা ঋণ বিতরণ করা হবে। এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাকিরুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মচারী সহ সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *