Saturday, 15 March 2025, 4:59:44 am

Subscribe our Channel

ফের রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ এসআই হলেন তহিদুল ইসলাম

 এম মনিরুজ্জামান,পাবনা:

 

পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের মূল্যায়ন অনুযায়ী সার্বিক পুলিশ কার্যক্রমের বিবেচনায় রাজশাহী বিভাগের মধ্যে জুলাই/২০২১ মাসে শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত হয়েছেন পাবনা জেলার সদর থানার এসআই তহিদুল ইসলাম। এছাড়াও তিনি জেলা পুলিশের উদ্যোগে সামগ্রিক কর্ম মূল্যায়নেও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন।

 

 

 

তিনি রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১১আগষ্ট) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে তহিদুল ইসলাম কে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।

 

 

 

 

সভার সভাপতি পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এসময় তার হাতে ক্রেষ্ট তুলে দেন। তহিদুল ইসলাম পাবনা জেলার সদর থানায় কর্মরত রয়েছেন।

 

 

 

এদিকে তহিদুল ইসলাম ছাড়াও পাবনা পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৩জন কর্মকর্তা পাবনা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *