
নাজমুল, নিজস্ব প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে( ১১ আগস্ট) বুধবার বিকালে ঘন্টা ব্যাপী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে খুলনার রূপসায়, শিয়ালি গ্রামের হিন্দুপাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন এলাকায়, মৌলভীবাজার কুলাউড়া আদিবাসী সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা লুটপাট ভাঙচুর এর প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভকারী বক্তারা বলেন এসব হামলার সুষ্ঠু ভাবে বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সাধারণ সম্পাদক অনুপ বসাক,পৌর কমিটির সভাপতি পরিতোষ কারক,সাধারণ সম্পাদক সঞ্জিত চক্রবর্তী,উপজেলা কমিটির কার্যকরী সদস্য খোকন সরকার, ও সাংবাদিক বিজয় রায় সহ ইউনিয়ন পর্যায়ের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ সহ সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।