Subscribe our Channel

সাতক্ষীরায়  দুই  এমপিকে  হত্যার  হুমকি ,  গ্রেফতার- ১

ফাইল ছবি

 

নিজস্ব প্রতিনিধি:

 

সাতক্ষীরার  দুই  সংসদ  সদস্য  ডা.   আ ফ ম   রুহুল হক ( সাবেক স্বাস্থ্যমন্ত্রী )  ও  বীর  মুক্তিযোদ্ধা  মীর  মোস্তাক  আহমেদ  রবিকে  সামাজিক  যোগাযোগ মাধ্যম  ফেসবুকে  একটি  আইডি  থেকে  হুমকি  দেয়ার  ঘটনায়  একজনকে  গ্রেফতার  করেছে  পুলিশ ।  পুলিশ  ওই  আইডি  চিহ্নিতের  পর  বুধবার  ( ১১  আগস্ট )  তাকে  গ্রেফতার  করে ।  সাতক্ষীরা  জেলা  গোয়েন্দা  পুলিশের  পরিদর্শক  মিজানুর  রহমান  বিষয়টি  নিশ্চিত  করেছেন ।

 

 

 

তিনি  জানান ,  দুপুরে  সংবাদ  সম্মেলন  করে  এ  বিষয়ে  বিস্তারিত  জানানো  হবে ।  এর  আগে  রোববার  ( ৮  আগস্ট )   দুপুরে  ‘আজরায়ি  জান  নেই’  নামে  একটি  ফেসবুক  আইডি  থেকে  সাতক্ষীরা – ৩  আসনের  সংসদ  সদস্য  ডা.  রুহুল  হক  ও  সাতক্ষীরা- ২  আসনের  এমপি  বীর  মুক্তিযোদ্ধা  মীর  মোস্তাক  আহমেদ  রবির  ছবিসহ  তাদের  দুজনের  মাথা কেটে  দিতে  পারলে  কোটি  টাকা  পুরস্কার  দেয়া  হবে  বলে  ঘোষণা  দেয়া  হয় ।  পরে  ওই  আইডি  বন্ধ  করে  একই  প্রোফাইল  পিকচার  দিয়ে  ‘কালিমা  মা’  ফেসবুক  আইডি  খুলে  আবারো  একই ভাবে  হুমকি  দেয়া  হয় ।

 

 

 

 

এ  ঘটনার  পরিপ্রেক্ষিতে  সোমবার  ( ৯  আগস্ট )  বেলা  ১১ টায়  জেলা  আইন শৃঙ্খলা  কমিটির  সভায়  জেলা  আওয়ামী  লীগের  সাধারণ  সম্পাদক  ও  জেলা  পরিষদ  চেয়ারম্যান  মো.  নজরুল  ইসলাম  বিষয়টি  গুরুত্ব  সহকারে  খতিয়ে  দেখার  জন্য  পুলিশ  সুপার  ও  সরকারের দায়িত্বশীল  কর্মকর্তাদের  দৃষ্টি  আকর্ষণ  করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *