
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সদ্য পদোন্নতি পাওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুনকে বদলীজনিত বিদায় সম্বর্ধনা জানানো হয়েছে। সোমবার ২ জুলাই বিকেলে আয়োজিত সম্বর্ধনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন সভাপতিত্ব করেন।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ প্রমুখ। উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
আসমা খাতুন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০১৮ সালের ৪ নভেম্বর যোগদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী বক্তব্য সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন বলেন, মানুষ হিসেবে তিনি তার দায়িত্বটুকু পালন করেছেন। তারপরও তিনি ভুলের উর্ধে নয়।
কাজের মাঝে কিছু ভুল হতে পারে। সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি কোন থেকে দেখার জন্য উপস্থিত সকলকে বলেন এবং সবার দোয়া কামনা করেন। সম্প্রতি তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদোন্নতি পান। তাঁকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী করা হলে তিনি গত ২৮ জুলাই মহাদেবপুর থেকে রিলিজ নেন। মঙ্গলবার ৩ জুলাই তিনি নওগাঁয় যোগদান করেন।