
খেলাধুলা প্রতিবেদক : এবার মৌসুম শেষ না হতেই দলের তরিঘরি শুরু।তবে ইউরোপিয়ান দলবদলের বাজাটি অনেকটা গরম । অনেকটা লিওনেল মেসি ও বার্সেলোনারে জন্যে। বার্সা হতে এর মধ্যেই লিওনেল মেসি সরে দাঁড়ার ঘোষণা দিলেন। বার্সা সরিয়ে দিচ্ছেন পুরনো কিছু কিছু ভাল ফুটবলারদেরকেও। রাকিটিচ, সুয়ারেজ, ্রএমনকি আরো অনেককেই ।
বার্সেলো নাই এটিও নয় , ইউরোপের অনেক ক্লাবগুলোতে ফুটবল বেচা-কেনার কাজটি জোরালো ভাবেই চালাচ্ছে । তবে আগামী মৌসুমের দিকে ক্লাবটিকে কিভাবে সাজাতে হবে,সেই প্রচেষ্টাই চলছে ।