Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে বিদ্যুত অফিস কর্তৃপক্ষের ভুলে কয়েক লাখ টাকার ক্ষতি ক্ষতিপুরনের দাবি ক্ষতিগ্রস্তদের

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বিদ্যুত অফিস কর্তৃপক্ষ ও ঠিকাদারের ভুলে কয়েক লাখ টাকার ইলেক্ট্রনিস্ক সামগ্রী ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী দপ্তরে উপস্থিত হয়ে ক্ষতিপুরনের দাবি করে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় ব্যবসা ও এলাকাবাসি মুক্তারুল, পারভেজ, সুমন, আসলাম, তসলিম,দিনেশ, শাহিন, নয়ন,নুরজাহানসহ অনেকে জানান, অবগত না করে গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শহরের সত্যপীর ব্রীজ এলাকায় নতুন রাস্তা সম্প্রসারনের কাজে রাস্তার পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার তার পরির্তন করে।
এ সময় ওভার ভোল্টেজে ওই এলাকার আশপাশে ২০ থেকে ২৫ টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ ইলেক্ট্রনিস্ক সামগ্রী নস্ট হয়ে যায়।
পরে স্থানীয়রা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের আটকিয়ে ক্ষতিপুরন দাবি করলে তারা কৌশলে সটকে পরে। পরবর্তিতে উপায় না পেয়ে সকালে বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী দপ্তরে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, বিষয়টি শুনেছি ক্ষতিগ্রস্তদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *