
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও’র মাইক্রোফিনান্স এর পক্ষ থেকে একটি আধুনিক অক্সিজেন কনস্যুলেটর সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন মঙ্গলবার (২০ জুলাই)দুপুরে।এই সব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী করোনা সংক্রমণ রোগীদের চিকিৎসার জন্য প্রদান করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার ফিরোজ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, (ভারপ্রাপ্ত) ইউএন ও সরকারি ভূমি কমিশনার প্রীতম সাহা,আরো উপস্থিত ছিলেন ইএসডিও প্রতিনিধি সিনিয়র এপিসি মোঃ মাজেদুল ইসলাম (মামুন) মোঃ মাহাবুবুল হক প্রোগ্রাম কোর্ডিনেটর প্রমোট, জোনাল ম্যানেজার মোঃ ওমর ফারুক এরিয়া ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ খায়রুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সর অনেকে।
উল্লেখ্য যে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইসডিও) এর পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার চারটি উপজেলায় একটি করে এই অক্সিজেন কনস্যুলেটর প্রদান করা হয়।