Subscribe our Channel

৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপি

নিজস্ব প্রতিবেদক :  আজকের এই দিনেই ১ সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) । ১৯৭৮ সালে  তখনকার সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠনকৃত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  বহু আলোচিত সময় পেরিয়ে  বিএনপি আজ দেশের অন্যতম একটি  বড় রাজনৈতিক দল। ১৯ দফা কর্মসূচির আলোকে আজ  ৪৩ বছরে পা রাখল এই দলটি ।দেশে  ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে দলের স্থায়ী কমিটির সভাটি সিদ্ধান্ত  অনুসারে গত ২৬ আগস্ট দলের কর্মসূচিটি ঘোষণা করে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী  ।আজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৪২ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের অন্ধকার যুগ থেকে রক্ষার করার  জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত করলেন। তার প্রতি আমি  আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি ও তার  আত্মার মাগফিরাত কামনা করছি।

আজকের এই দিনে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই শুভদিনটিতে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক,  ও দেশের জনগণনের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *