
মোঃ আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলায় আজ ১৩ই জুলাই রোজ মঙ্গলবার করোনা ভাইরাস এর প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী ধনতলা ইউনিয়ন পরিষদ ও লাহিড়ী হাই স্কুল মাঠ প্রাঙ্গনে বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন, আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম পি মহোদয় এর সুষোগ্য পূত্র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই,ও) মোঃ সাইদুর রহমান, ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চাটার্জী, ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিকান্ত,পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা নেত্রী গন।