
কাউসার কবির সৌরভ, নিজস্ব প্রতিবেদক :
ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আখতারুল ইসলাম বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমণ এবছর যখন বৃদ্ধি পেতে শুরু করলো তখন সরকার লকডাউন ঘোষণা করলেন। কিন্তু সাধারণ মানুষ এবং সরকারের বিরোধী শক্তিগুলো এমনকি দলের কিছু নেতাকর্মীও অপপ্রচার চালিয়ে ছিলেন। এসময় তারা আরো বলেছিলেন হেফাজতের ডাকা হরতালকে প্রতিহত করতে সরকার প্রতিহিংসামুলক ভাবে লকডাউন ঘোষণা করেছেন কারণ হেফাজতের জনপ্রিয়তা দেখে সরকার ভীত।
আজও কি আপনারা তাই মনে করছেন? আজও কি আপনাদের মনে হয় শেখ হাসিনার সরকার প্রতিহিংসা পারায়ণ? আপনাদের কি মনে হচ্ছে সরকার কারো জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে লকডাউন দিয়েছিলেন এবং এখনো তা অব্যাহত রেখেছেন? তাহলে আজ করোনা ভাইরাসের মৃত্যুর মিছিলে যারা প্রাণ হারাচ্ছে তারা কারা? করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে শেষ গোসলটা করানোর মানুষ পাওয়া যায় না সেই লাশগুলো কাদের? মৃতের জানাযায় নিজের পাড়া মহল্লার মানুষেরাও যাওয়ার সাহস পায় না।
অল্প কিছু মানুষ আর একজন আলেম নিয়ে নিজের আপনজনকে চির বিদায় জানাতে হয় এটা কি সম্মানজনক বিদায়? আর কত প্রাণ গেলে আপনারা আপনাদের অমূল্য জীবনের মূল্য অনুধাবন করতে পারবেন? আপনাদের উদাসীনতার কারণে আপনাদের পরিবারের মানুষদের জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে তা কি ভেবেছেন কখনো? আর কত প্রাণ গেলে আপনারা সতর্ক হবেন? আর কত আপনজন,পাড়া প্রতিবেশীর জীবন গেলে আপনাদের ঘুম ভাঙ্গবে? সরকার বিরোধী শক্তিগুলো যারা বিভিন্ন যুক্তি দেখিয়ে লকডাউন মানি না, মানি না বলে বিভিন্ন কূটকৌশলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, তাদের প্রতি আমি আলহাজ্ব আখতারুল ইসলাম আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা কেন লকডাউন মানেন না? আপনারা দলমত ভুলে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে কেন এই জাতীয় সংকটকালে লকডাউন নিয়ে অপরাজনীতি করছেন? কেন আপনারা জনমনে সরকার বিরোধী মনোভাব জন্ম দিয়ে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন? আপনারা বলুন করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন এবং শাটডাউন এর বিকল্প পথ কি? সরকার এবং প্রশাসন করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলা করতে চেষ্টায় কোনো কমতি রাখেননি এবং রাখছেন না।
এতকিছুর পরেও আপনারা যেহেতু লকডাউন মানছেন না,আইন মানছেন না, তাহলে এখন আপনারা সরকারকে পরামর্শ দিন এই করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয় কি? জানি এত প্রশ্নের উত্তর আপনাদের কাছে নেই তাই আপনাদের প্রতি আমার আহবান আপনারা সরকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় বরং সরকারের পরিপূরক হিসেবে কাজ করে জাতীয় স্বার্থে দেশবাসীকে নিরাপদ রাখার চেষ্টা করুন।
সর্বশেষে আমার প্রাণপ্রিয় পীরগঞ্জ ও রাণীশংকৈল বাসীকে আহবান জানাই আপনারা আইন মেনে চলুন,নিজে সুরক্ষিত থাকুন এবং নিজের পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখুন। আপনাদের মৃত্যু আমার জন্য হৃদয় বিদারক। কেননা আপনাদের দুঃখ সুখের সাথী হিসেবে পাশে থাকার জন্যই আমি রাজনীতি করি।
খুব ভালো