Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে লকডাউনের ষষ্ঠ দিনেও বস্তিবাসীরা খাবার পাননি

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

 

 

 

৬ জুলাই ২০২১ নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার ৬ জুলাই লকডাউন এর ষষ্ঠ দিনে উপজেলা সদরে প্রশাসনের ১০০ হাত দূরে বস্তিবাসীরা এখনো কোন ত্রাণ পাননি। ফলে তারা চরম মানবেতর জীবনযাপন করছে। অনেককেই ক্ষুধার জ্বালায় রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়।

 

 

 

মঙ্গলবার ৬ জুলাই দুপুরে ওই বস্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় মোমেনা নামের ষাটোর্ধ্ব এক বয়স্ক মহিলা রাস্তায় শুয়ে আছে। জিজ্ঞেস করতেই তিনি তার পেট দেখিয়ে বলেন খাবার চাই। সাথে সাথে ছুটে আসেন অন্যান্য বস্তিবাসীরা।

 

 

এসময় বস্তিবাসী গোপালের স্ত্রী সীতা,গণেশের স্ত্রী চন্দনা, সুভাষের স্ত্রী মিনতি,ভারতের স্ত্রী দিপালী, মেরি খাতুন, মৃত রামচরনের পুত্র মুকুল রায়, ভেগেলুর স্ত্রী লিলি, আব্দুর রহমানের পুত্র সুলতান মাহমুদ, দিলবর এর স্ত্রী সাহেনা, বস্তিবাসী ভাগ্যবান, মৃত ইব্রাহিমের স্ত্রী বেগম, সুলতানের স্ত্রী হাসিনা, মকবুলের কন্যা মিনা, ওয়াহেদ এর স্ত্রী মরিয়ম, মকবুলের স্ত্রী ফাতেমা, বস্তিবাসী মেরিনা, মৃত আজাহারের পুত্র মানিক সহ অনেকেই বলেন তারা গত ৬ দিনে কর্ম হারিয়ে একেবারে অসহায়। পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।

 

 

 

 

তাদের ঘরে কোন খাবার নেই। কেউ তাদের কোনো খোঁজ খবর নেননি। কোথায় গেলে তারা খাবার পাবেন সেটিও তারা বলতে পারছেন না। এদিকে উপজেলা সদরের সকল দোকানপাট বন্ধ। সাধারণ মানুষের চলাচল নেই। যন্ত্র চালিত যানবাহন নেই। মাঝে মাঝে পণ্যবাহী গাড়ি দেখা যায়।

 

 

 

 

অফিস পাড়ায় গিয়ে দেখা যায় সমাজসেবা অফিস, হিসাবরক্ষণ অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর খোলা রয়েছে। সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান মিলন ও সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন উপজেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।

 

 

 

 

লকডাউনের কঠোর অবস্থান পর্যবেক্ষণ করছেন। এছাড়া উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদের নেতৃত্বে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যায়।

 

 

 

অতি প্রয়োজনীয় কাজে বাইরে আসা সাধারণ কিছু মানুষের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে চলাফেরা করতে দেখা যায়। সরেজমিনে বস্তিবাসীরা একযোগে বেঁচে থাকার জন্য দাবি জানান, তারা সরকারী বেসরকারী, বিভিন্ন উন্নয়ন সহযোগী দাতা সদস্যদের নিকট থেকে খাবার সহযোগিতা প্রত্যাশা করেন।

 

 

এছাড়া মাঝে মাঝে বিজিবি ও সেনাবাহিনীর গাড়ির বহর দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *