Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ,৫৫১০ টাকা জরিমানা, ২৪ টি মামলা

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

 

১ জুলাই ২০২১ নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার ১ জুলাই লকডাউনের প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন সন্ধ্যা ছয়টায় উপজেলা সদরের বক চত্বরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ১১ টি মামলা দায়ের করেন ও ২১১০ টাকা জরিমানা করেন। এ সময় তিনি মাক্স বিতরণ করেন।

 

 

 

এ সময় তার সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে লকডাউনের প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন।

 

 

তিনি জানান, উপজেলার খাজুর, এনায়েতপুর, নওহাটার মোড় ও সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ টি মামলা দায়ের করেন ও ৩৪০০ টাকা জরিমানা আদায় করেন। তিনি আরো বলেন, বৃষ্টিকে উপেক্ষা করে সরকারের কঠোর বিধি নিষেধ মানতে সচেতনতার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলের সহযোগিতাও কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *