Subscribe our Channel

পটুয়াখালীর মহিপুরে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের কিশোরী মেয়েকে দিয়ে ধর্ষন চেষ্টার মামলা করলেন বাবা

প্রতৃকৃতি ছবি :

মোঃ মনিরুল ইসলাম কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর মহিপুরের ফাঁসিপাড়া গ্রামের বাবুল সিকদার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে গত ২২ জুন মহিপুর থানায় (১৩) বছরের এক কিশোরীকে ধর্ষন চেষ্টার মামলা করেন ঐ কিশোরীর পিতা জাহাঙ্গীর মোল্লা (৪৫),মামলা নং১২/৮৪। মামলার বিবরনে জানাযায়,ভিকটিমের মা কুয়াকাটা একটি হোটেলে রান্নার কাজকরে গত ২০ জুন সকালে তার ১৩ বছরের কন্যা ও ছোট দুই ছেলেকে ঘরে রেখে কাজের জন্য কুয়াকাটায় যায়,এই সুযোগে প্রতিবেশী বাবুল সিকদার ঘরে ডুকে ঐ কিশোরীকে ধর্ষনের চেষ্টাকরে এসময় ভিকটিমের চিৎকারে তার ছোট ভাই সহ কয়েক জন প্রতিবেশী ছুটে আসলে,বাবুল সিকদার পালিয়ে যায়।

 

 

 

মামলায় ভিকটিমের ছোট ভাই হানজালা (৮)কে প্রত্যক্ষ দর্শী হিসেবে সাক্ষী করাহয়,সরজমিনে গিয়ে হানজালার কাছে বিষয়টি জানতে চাইলে সে বলেন ঘটনাটি সম্পূর্ন মিথ্যা,আমার বাবা ও ফুফু আমাকে মিথ্যা কথা বলার জন্য শিখিয়ে দিয়েছে,মামলার আরেক সাক্ষী ভিকটিমের মায়ের কাছে জানতে চাইলে সে বলেন আমার স্বামী ২য় বিয়ে করে অন্যত্র থাকে সে আমাদের খোঁজ খবর রাখেনা,বাবুল সিকদারের কাছথেকে কিছু টাকা খাওয়ার জন্য এই মামলাটি করেছেন,এছাড়া ভিকটিমের বড় বোন বলেন কিছুদিন আগে আমার বিয়েহয়,সে সময় বাবুল সিকদার টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য সহযোগীতা করেন কিন্তু আমার বাবার কোন সহযোগীতা পাইনি,তাই আমার বাবা এই বিষয়টা ভালভাবে নিতেপারেনি,এদিকে ভিকটিমের বান্ধবী রাহিমা (১১) বলেন ভিন্ন কথা, ঘটনার চার দিন আগে ভিকটিম তার বড় বোন জামাই হাসান (২২) এর সাথে ঢাকা থেকে লঞ্চ যোগে কেবিন ভাড়া করে বাড়িতে আসে,আসার সময় হাসান তাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ধর্ষন করেন,বিষয়টি বান্ধবী রাহিমার কাছে সেয়ার করে,বান্ধবী রাহিমার কাছে সে জানতে চায় এতে পরে তার কোন সমস্যা হবে কিনা,প্রতিবেশী আজিজ হাওলাদার (৬৫) জানায় ভিকটিম আমাকে দাদু ডাকে সেই সুবাদে সে আমার কাছেও বলেছিল,ওর দুলাভাই হাসান লঞ্চের কেবিনে ওকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ধর্ষন করে। হাসানের কাছে জানতে চাইলে সে ধর্ষনের বিষয় শিকার না করলেও ঘুমের ট্যাবলেট খাওয়ানোর কথা শিকার করেন।

 

 

 

ভিকটিমের সাথে দেখাকরতে চাইলে তাকে বাড়িতে পাওয়া যায়নি,জানাযায় সাংবাদিকদের এরিয়ে থাকার জন্য মামলার বাদী ভিকটিমকে অন্যত্র সরিয়ে রেখেছে,বাদী জাহাঙ্গীর মোল্লার সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টাকরলে সে কথা বলতে রাজীহয়নি।

 

 

 

এলাবাসির ধারনা জামাই এর অপরাধ ধামাচাপা দিতেই বাবুল সিকদারকে ফাঁসানো হয়,আসামী পক্ষের পরিবারের দাবী মেয়ে জামাই হাসানের ডিএনএ টেষ্ট করলে আসল রহস্য বেরিয়ে আসবে।

 

 

 

 

এবিষয় মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জানের কাছে জানতে চাইলে তিনি বলেন ইতিমধ্য ভিকটিমের মেডিকেল সম্পন্ন হয়েছে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়াহবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *