
কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
২৫ জুন ২০২১ নওগাঁর মহাদেবপুরে শুক্রবার ২৫ জুন বাদ জুম্মা উপজেলার সকল মসজিদে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি কিউ এম সাঈদ টিটো, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির এক নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।
এছাড়া উপজেলা সদরের বাগান বাড়ী জামে মসজিদে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, উপজেলা সদরের হাসপাতাল জামে মসজিদে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বাসস্ট্যান্ড জামে মসজিদে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল হক মনি, উপজেলা পরিষদ জামে মসজিদে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম হান্নান।
এছাড়াও উপজেলার সফাপুর ইউনিয়নের বাখেরাবাদ উত্তরপাড়া জামে মসজিদে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের জামে মসজিদে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য চঞ্চল রহমান।
উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বুলেটের সুস্থতার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান।
উল্লেখ্য গত সোমবার সর্দি-জ্বর-কাশি নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া টিএমএসএস হাসপাতলে ভর্তি হন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উপজেলা বিএনপি’র পক্ষ থেকে নেতার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া করে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়