Subscribe our Channel

২৭ জুন থেকে  এইচএসসি’র  ফরম পূরণ শুরু হবে

আবু বক্কর সিদ্দিক :

বৈশ্বিক  করোনাভাইরাসের মহামারি  প্রকোপে  পরীক্ষা  নিয়ে  অনিশ্চয়তার মধ্যে  ২০২১ ইং  সালের  এইচএসসি’র  ফরম পূরণের বিজ্ঞপ্তি  দিলেন ঢাকা শিক্ষাবোর্ড।

 

 

উক্ত বিজ্ঞপ্তিতে , অবশ্যই  স্বাস্থ্যবিধি মেনে  আগামী  ২৭ জুন  থেকে  ফরম পূরণ শুরু হতে যাচ্ছে।  এটি শেষ   হবে  ৭ জুলাইতে ।এই   ফর্ম পূরণ প্রক্রিয়াটি  অনলাইনের  সম্পন্ন  করবে  শিক্ষার্থী  ও সংশ্লিষ্ট  শিক্ষাপ্রতিষ্ঠান ।

 

 

২৪ জুন  ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক  এস এম আমিরুল  ইসলামের   স্বাক্ষরিত একটি  বিজ্ঞপ্তিতে  ফরম  পূরণের  এসকল  তথ্য জানানো  হয়েছে।উক্ত বিজ্ঞপ্তিতে  আরো বলা হয়েছে , বিজ্ঞান  শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

 

এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেয়া যাবে না বলে  বিজ্ঞপ্তিতে  জানানো  হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *