Subscribe our Channel

বাল্যবিবাহ, শিশুনির্যাতন, শিশুশ্রম না বলি, সুশিল সমাজ গড়ি- ডহরা বিডি-২২৮

জয়ন্ত রায়, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ

 

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ড ডহরায় কম্প্যাশন ইন্টার ন্যাশনাল এর সহযোগীতায় “উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (ডহরা বিডি-২২৮) ” কতৃক এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার নাম করণ করা হয় “এডভোকেসি সেমিনার”।

 

 

সেমিনারের আলোচ্য বিষয় ছিল, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশুশ্রম, প্রতিরোধে সমাজ তথা প্রতিনিধি ও এলাকাবাসীর করণীয় কি? “কম্প্যাশন ইন্টার ন্যাশনাল বাংলাদেশ” কতৃপক্ষের সহযোগীতায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, ডহরা বিডি-২২৮ এর স্লোগান- বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম এর বিরুদ্ধে প্রতিরোধ এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে সচেতন হই ও সুশিল সমাজ গড়ি।

 

ডহরা বিডি-২২৮ প্রকল্পের আহ্বানে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ২নং ইশানিয়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মোয়াজ্জম হোসেন(দুলাল), বোচাগঞ্জ , দিনাজপুর এবং ৫ নং সৈয়দপুর ইউনিয়নের মেম্বার গাজীউর রহমান (গাজী), পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

 

এছাড়াও অন্যান্য স্থানীয় নেতৃবর্গ উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, ও কেড়ালগাঁও, ডহরা, নিয়ামতপুর, বাড়েয়া, মহেশাইল মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন অভিভাবকগণ।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন লোকাল সেন্টার কমিটির সভাপতি বলহরি বর্মন ও ডহরা এজি চার্চের পরিচালক সলিত রায় এবং উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সুজন বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *