Subscribe our Channel

বগুড়ায় প্রথম বারের মতো চাষ হচ্ছে ফিলিপাইনো ব্লাক সুগার কেইন”

বগুড়া প্রতিনিধিঃ

 

দেখতে কালো খয়েরি। লম্বায় সাধারণত ১২-১৬ ফুট। দেশীয় আখের মতো হলে ও রয়েছে বেশকিছু ভিন্নতা। এ আখের কাণ্ড নরম, রস বেশি, মিষ্টি বেশি, চাষের পর লাভ বেশি।

 

 

এসব কথা ভেবেই অনেক চেষ্টার পর ফিলিপাইনের কালো জাতের আখ চাষ করেন আহসানুল কবির ডালিম।​বেসরকারি উন্নয়ন সংস্থার প্রশিক্ষকের চাকরিছেড়ে দিয়ে কৃষির প্রতি ঝুঁকে পড়া ডালিমের​ ক্ষেতের আখ বড় হওয়ায় আশপাশের চাষীরা ও আগ্রহী হয়ে উঠেছেন। জানা যায়, বগুড়া সদর উপজেলার​লাহিড়ীপাড়া ইউনিয়নের চাষী আহসানুল কবির ডালিম ফিলিপাইনের কালো জাতের আখ চাষ করেছেন ১১ শতক জমিতে।

 

 

পরীক্ষামূলক চাষ করে তিনি সফলতা পান। প্রায় দুই বছর আগে প্রথমে তিনি ১৬টি বীজ সংগ্রহ করেন। বীজ থেকে তার টিকে যায় আটটি বীজ। সেই বীজ থেকে আরো বীজ তৈরি করে চাষ করেন।

 

 

চাষের পর এখন তার ক্ষেতে শোভা পাচ্ছে দুই হাজার ফিলিপাইনের কালো আখ। এলাকার তরুন যুবক সহ আরো কৃষক এ আখ চাষের জন্য উদ্যোগ গ্রহন করেছে।

 

 

উপজেলা কৃষি কর্মকর্তা আরো বলেন,বগুড়া থেকে যদি কোন কৃষক এর বীজ বা চারা নিতে চায় তাহলে কৃষি কর্মকর্তারা ব্যবস্থা করে দিতে পারবে এবং অন্যন্য জায়গাই এটা সম্প্রসারনের সুযোগ করে দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *