Subscribe our Channel

কলেজ ছাত্রদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

 

  ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বাজি ফুটিয়ে কলেজ ছাত্রদের বিরুদ্ধে বোমাবাজির মিথ্যা মামলার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন গ্রামবাসী।বুধবার (১৯ মে) দুপুরে ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কোমরপুরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কয়েকশ’ নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলনে ওই এলাকার সাবেক ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর মন্ডল বলেন, গত ২১ এপ্রিল তাঁর কলেজ পড়ুয়া ছেলে মিদুল ও শোয়েব নামে দুজনকে গালিগালাজ ও মারপিটের হুমকি দেয় পান্নু মোল্যা ও তার লোকেরা। এ ঘটনায় তারা থানায় জিডি করেন। আবার তাদের বিরুদ্ধেও জিডি করেন পান্নু মোল্যা।

এরপর গত ঈদের দিনে রাতে পান্নু মোল্যা নিজেই বাড়ির পাশে চকলেট বাজি ফুটিয়ে তার ছেলে মিদুল ও শোয়েবের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ করেন।তিনি বলেন, পান্নু মোল্যা এলাকায় একটি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন।

এসময় ওই এলাকার বাসিন্দা সামসুদ্দিন মন্ডল, ইলিয়াস মন্ডল, বাবুল শেখ, আমিনুদ্দিন বিশ্বাস, নাদের মন্ডল, রহমান মোল্যা, তোফাজ্জল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।এব্যাপারে পান্নু মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, মিদুল ও তার সহযোগীরা উল্টো আমার পরিবারকে খুন-জখমের হুমকি দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *