
মো. তোতা মিয়া, জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অন্তরা (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী তুলা মিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে অন্তরার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তুলা মিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দানাগছ এলাকার মৃত-ওয়াহেদ আলীর ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তুলা মিয়া।
স্থানীয়রা জানান, তুলা মিয়ার প্রথম স্ত্রী মারা যাবার পর একে একে আরো দুই বিয়ে করে সে। তারা স্বামীর নির্যাতনে অতিষ্ট হয় তুলা মিয়াকে ছেড়ে চলে যায়। পরে গত দেড় বছর আগে পার্শ্ববর্তী বুড়িমুটকি এলাকার আজিজুল ইসলামের মেয়ে অন্তরাকে (২২) বিয়ে করে। অন্তরা ও তুলা মিয়ার ৪১ দিন বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে।
তারা আরো জানান, গত সোমবার রাতে এবং পরদিন সকালে তাদের পারিবারিক কলহ হয়। পরে বেলা ১০ টার দিকে শোনা যায় অন্তরাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে তবে এ বিষয়ে তুলা মিয়া বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।