Subscribe our Channel

পতিতাবৃত্তিতে বাধ্য করাতে, চট্টগ্রামে গ্রেফতার ২ জন

নিজস্ব প্রতিবেদক :

এবারও  চাকরির  লোভ দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং ভোলা জেলার তিন জন নারীকে চট্টগ্রাম নামক এলাকাতে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করালে অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন র‍্যাব।তবে গত ৩ মে বন্দর থানার দক্ষিণ মধ্যম আলী রোডের ফারুক কলোনীর মোজ্জাম্মেলের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিল ।

 

এসময়  গ্রেফতার কৃতরা হচ্ছে :

পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর টিকিকারা গ্রামের আমজাদ আলীর ছেলে মো. আমির (৪৫) আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে মো. নুরুল আলম (৬০)এমনকি  র‍্যাব জানালেন, একটি সংঘবদ্ধ চক্র তিন নারীকে ব্রাহ্মণবাড়িয়া এমনকি  ভোলা জেলা  থেকে চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় এনে  পতিতাবৃত্তিতে  বাধ্য করেছিলেন।

 

এই খারাপ কাজগুলো না করলে তাহের সকলকেই জীবন নাশক মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। আরো গোপন সূত্রে সংবাদ পেয়ে  চট্টগ্রাম  র‍্যাবের একটি চৌকস  দল চক্রের  দুই সদস্যকে গ্রেফতার করেন।উক্ত  বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাব এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে বলেন , ‘বন্দর থানা এলাকা থেকে  পতিতাবৃত্তিতে বাধ্য করানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার এবং তিন নারীকে উদ্ধার করা হয়েছে।

 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা  অভিযোগের বিষয়টি  স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে বন্দর  থানায় মানব পাচার  প্রতিরোধ ও  দমন আইনে  মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *